ভারত ছেড়ে কোহলি-আনুশকা কেন লন্ডনে বসবাস করতে চান

২ সপ্তাহ আগে
৫৫০ ম্যাচ। ২৭ হাজারের বেশি রান। ৮২টি সেঞ্চুরি। এমন পরিসংখ্যানধারী যে কারো নিজ দেশে তুমুল জনপ্রিয়তা থাকাই স্বাভাবিক, ভারতে বিরাট কোহলিরও রয়েছে বৈকি! তার স্ত্রী বলিউড অভিনেত্রী, জনপ্রিয়তায় তিনিও বেশ উঁচুতেই। কিন্তু এই দম্পতি নিজ দেশে স্থায়ী হতে চান না।

ব্যাপারটা গত ডিসেম্বরেই জানিয়েছিলেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা—স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাসের জন্য লন্ডনে পাড়ি জমাতে চান তিনি। রাজকুমার বলেছিলেন, আনুশকা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করছে বিরাট। সে শিগগির ভারত ছেড়ে সেখানে স্থানান্তর হতে পারে।


কোহলি-আনুশকাকে সম্প্রতি বেশ কয়েকবার লন্ডনে দেখা গেছে। যদিও ইংল্যান্ডের মাটিতে বসবাস করা নিয়ে তারা এখনও কিছু জানাননি। তারা মুখ না খুললেও কোচ হিসেবে রাজকুমারের কথাটা ফেলে দেওয়ার মতো তো নয়। প্রশ্ন হলো, তারা কেন লন্ডনে বসবাস করতে চান?


বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিতের স্বামী শ্রীরাম নেনে। বিরুস্কার লন্ডনে বসবাস করতে চাওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন স্বাভাবিক জীবনের কথা। ভারতের লোকচক্ষুর আড়ালে থেকে সফলতা উপভোগ করতেই নাকি কোহলি-আনুশকা দম্পতির অমন সিদ্ধান্ত। নেনে আনুশকার সঙ্গে কথা বলেই নাকি ব্যাপারটি জানতে পেরেছেন।


আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভের


ইউটিউবে এক ভিডিওতে নেনে বলেন, ‘আমাদের আনুশকার সঙ্গে কথা হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং। তারা লন্ডনে বাস করতে চায়। কারণ এখানে সফলতা উপভোগ করতে পারছে না, যাই করে মানুষের আলোচনার কেন্দ্রতে চলে যায়...। সন্তানদেরও ভালোভাবে বড় করতে চায়। আমরা তাতে সমর্থন জানিয়েছি।’


২০১৭ সালে বিয়ের পিড়িতে বসা কোহলি-আনুশকা দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে অকয় কোহলির জন্মও লন্ডনে। কোহলির ক্রিকেট ক্যারিয়ার শেষে সেই লন্ডনেই কাটতে পারে তাদের পরবর্তী জীবন।

]]>
সম্পূর্ণ পড়ুন