ভারত উসকানি দিয়ে সংঘর্ষে জড়াতে চাচ্ছে: ছাত্র অধিকার পরিষদ

১ দিন আগে
আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। এ সময় ছাত্র অধিকারের পরিষদের নেতারা বলেন, ভারত উসকানি দিয়ে বাংলাদেশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চাচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন তারা।


এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ভারতের আচরণ দেখে মনে হচ্ছে ভারত আগ বাড়িয়ে উসকানি দিয়ে বাংলাদেশের সাথে সংঘর্ষে লিপ্ত হতে চাচ্ছে। ভারত আওয়ামী লীগের মাধ্যমে তাদের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। গণহত্যার সাথে জড়িত অনেককেই ভারত আশ্রয় দিয়েছে।


তিনি বলেন, দেশের যেসব সমস্যা আওয়ামী লীগ থেকে আসুক বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার থেকে আসুক আমরা তার মোকাবিলা করব।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, মমতাকে বলছি নিজের চরকায় তেল দেন। আপনার দেশে মুসলমানদেরকে গুলি করে মারা হয়, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। মসজিদ থেকে মন্দির তৈরি করা হচ্ছে এগুলো নিয়ে কাজ করুন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। আমরা বসে বসে আঙুল চুষব না।


আরও পড়ুন: আগরতলায় বাংলাদেশ মিশনে ভাঙচুর, পতাকায় আগুন


বাংলাদেশ নিয়ে ভারত থেকে উসকানি দেয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ভারত জাতিগতভাবে ঐক্যবদ্ধ আছে? নেই। ভারতে নানা শ্রেণি পেশার মানুষকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। গণঅভ্যুত্থানে সকল জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ আছে বাঙালি। আপনারা বাংলাদেশ নিয়ে খেলবেন আমরা সেভেন সিস্টার নিয়ে খেলব। এখন আওয়ামী লীগ নেই আমরা আপনাদের দাসীবাদীর মতো কাজ করব না।


সেনাপ্রধানের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় দেখা গিয়েছিল অনেকে হিন্দিতে কথা বলছে। বাংলাদেশের ইউনিফর্ম না এমন ইউনিফর্ম ধারী অনেকে বিমানবন্দর দিয়ে পালিয়েছে এমনটিও আমরা দেখেছি। যাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের কার অনুমতিতে আশ্রয় দিয়েছেন এবং সেই ৬২৫ জন এখন কোথায়?


আরও পড়ুন: ভারতে বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার কড়া জবাব


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে তিনি বলেন, আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, কীভাবে এমন সরকার গঠিত হলো? আন্দোলনে নেতৃত্ব দিয়ে যারা সরকারে গিয়েছেন তাদের সঙ্গে অন্য অনেক উপদেষ্টার বক্তব্যে মিল পাওয়া যাচ্ছে না। কোনো উপদেষ্টা কীভাবে নিয়োগ পেয়েছেন তা সরকারি বিজ্ঞপ্তি দেয়ার মাধ্যমে সারা দেশের মানুষকে জানাতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন