ভারতের হামলার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা বলেন তিনি।
আতাউল্লাহ তারার বলেন, তারা (ভারত) আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্যগুলো পুনরাবৃত্তি করে তিনি বলেন, এই আক্রমণ অযৌক্তিক এবং একেবারেই অন্ধ আগ্রাসন।
ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই প্রতিশোধ নেব... আমাদের প্রতিক্রিয়া হবে স্থল এবং আকাশে।’
আরও পড়ুন: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮
মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
ভারতের হামলায় এখন পর্যন্তদুই শিশুসহ আটজন নিহত ও ৩৫ জন আহত হওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন: তিনটি নয়, ভূপাতিত হয়েছে ভারতের ৫ যুদ্ধবিমান
এদিকে ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।