পুলিশ জানায়, নিহত ফেরদৌসি আক্তার (৩২) স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তিনি তার স্বামী মো. লোকমান হোসেন (৪৫) ও দুই সন্তানসহ পতেঙ্গার ধুমপাড়ার চড়িহালদা মোড়ে বসবাস করতেন। গত ১৩ জুলাই রাত ১১টার দিকে রান্নাঘর মেরামত নিয়ে পারিবারিক কলহের জেরে দেবর রনি ও স্বামী লোকমান ফেরদৌসিকে মারধর করেন। একপর্যায়ে রনি ধারালো ছুরি দিয়ে তার বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ফেরদৌসি। এরপর অভিযুক্তরা পালিয়ে যান।
আরও পড়ুন: টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক খুন
পরদিন নিহতের ভাই মামুন খান বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত ফেরদৌসীকে হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার পলাতক প্রধান আসামি রনি ও তার ভাই সোলায়মানকে রোববার (২০ জুলাই) রাতে চড়িহালদা এলাকা থেকে গ্রেফতার করা হয়।