বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার।
তবে এই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
আরও পড়ুন: ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু
এর আগে গত মঙ্গলবার ভানুয়াতুতে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।
শক্তিশালী ওই ভূমিকম্পে বহু ভবন মাটির সাথে মিশে যায়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের দূতাবাসও রয়েছে।
আরও পড়ুন: দেশে ভূমিকম্প অনুভূত