ভাঙ্গায় বালু ভরাটের গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

১ দিন আগে
ফরিদপুরের ভাঙ্গায় বালু ভরাটের গর্তে পড়ে নদী (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মধু সরকারের মেয়ে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম শাহিন নামের এক ব্যক্তি পুকুরে বলগেটের মাধ্যমে বালু ভরাটের কাজ করছিল। বিকেলে প্রতিবেশী কয়েক শিশুর সঙ্গে নদীও ওই বালু ভরাট কাজ দেখতে যায়। একপর্যায়ে অসতর্কতাবশত নদী বালু মিশ্রিত পানিতে পড়ে ডুবে যায়।


ঘটনার সময় স্থানীয় চুন্নু শিকদার নামের এক ব্যক্তি দ্রুত নদীকে বালুর ভরাটের ভেতর থেকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নদীকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: ভূমিকম্প: নরসিংদীতে বাড়ির সানশেড ভেঙে পড়ে শিশু নিহত


শিশুটির পিতা মধু সরকার জানায়, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কয়েক বছর ধরে তারা  মুনসুরাবাদ গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করেন। ভাঙারি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন।
আমার মেয়েটা খেলতে বের হয়েছিল। ভাবিনি এমন দুর্ঘটনায় আমার মেয়ের জীবন প্রদীপ নিভে যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন