চিরকুটের নতুন গান প্রকাশের দিন সোমবার (২৩ ডিসেম্বর) জাহিদ নিরবের দল ছাড়ার বিষয়টি জানা গেছে।
দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিরব আমাদের সঙ্গে কয়েক বছর ছিল। এখন থেকে আর নেই। তবে ওর জন্য আমাদের শুভকামনা।’
নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ব্যান্ডের চতুর্থ অ্যালবামের কাজ করছিলাম। এরই ফাঁকে নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হঠাৎ তৈরি হলো গানটা। মনে হলো শ্রোতাদের সঙ্গে শেয়ার করি।’
আরও পড়ুন: মাঝরাতে ছিনতাইকারীর নাটকীয়তার বর্ণনা করলেন গায়ক তাসরিফ
২০১৫ সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নিরব। এই ব্যান্ডে কাজ করতে গিয়ে তার পরিচিতি বাড়ে। দীর্ঘ ৯ বছর ধরে বাজালেও ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামের কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি।
আরও পড়ুন: 'সবার আগে বাংলাদেশ' এ পারফর্ম না করার কারণ জানালো আর্টসেল
]]>