জেইন প্যাট্রিসিয়া গমেজকে রোববার (০৫ জানুয়ারি) বেলা ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানীর গির্জা সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।
শনিবার (০৪ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর ইন্দিরা রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
আরও পড়ুন: আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান
জানা গেছে, ২০১৭ সাল থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি।
জেইন প্যাট্রিসিয়া গমেজ বটমলী স্কুলে পড়ার সময় নৃত্যে হাতেখড়ি হয়। পরবর্তীকালে তিনি কার্তিক সিনহা ও দক্ষিণ ভারতের ফাদার জর্জ সাজুর কাছে ভরতনাট্যম শেখেন। বাংলাদেশ টেলিভিশন ও ঢাকার বিভিন্ন মঞ্চে তিনি বিভিন্ন সময়ে ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন। ভূমিকা রাখেন বাংলাদেশে ভরতনাট্যম নৃত্য প্রসারেও।
জেইন প্যাট্রিসিয়া বাবা-মা, স্বামী ও একমাত্র ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার স্বামী প্রণয় পলিকার্প রোজারিও একজন কবি ও অনুবাদক।
]]>