শনিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁ মাঠে উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তা শামীম সাঈদী এ কথা বলেন।
শামীম সাঈদী বলেন, ‘বর্তমানে সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি। কিন্তু মেঘ যে আবার আসবে না তার কোনো গেরান্টি নেই। কাজেই ঐক্যবন্ধ থাকা ছাড়া বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’
আরও পড়ুন: নির্বাচনের আগেই পেশিশক্তির ব্যবহার দেখা যাচ্ছে: শামীম সাঈদী
তিনি বলেন, ‘ক্ষমতায় যারা আসে তারা বলে মালেশিয়া, সিঙ্গাপুর কানাডা বানাবো। তারা কানাডায় নিজেদের বেগমপাড়া বানায়। প্রয়োজনে ভারতে পালায় বাংলাদেশকে ডুবিয়ে যায়। তাই কাদের পক্ষে থাকবেন চিন্তা করবেন। আমরা ডামি নির্বাচন দেখতে চাই না। আমরা সুন্দর একটা নির্বাচন চাই।
একই অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে চাই। আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্যই জামায়াতে ইসলামী মাধ্যমেই সম্ভব বলে মনে করেন তিনি।’

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·