ভবিষ্যতে আইপিএলে নাম দিলে ভেবেচিন্তে দেবেন সাকিব

৩ দিন আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। এই ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়ে চিঠিও দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। এদিকে খেলোয়াড়রাও ভবিষ্যতে আইপিএল নিয়ে আরও ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন।

ভবিষ্যতে ভেবে চিন্তে আইপিএলে নাম দেবেন বলে জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। আইপিএলে খেলা সব ক্রিকেটারের স্বপ্ন হলেও মোস্তাফিজ কাণ্ডের পর ভবিষ্যতে এই টুর্নামেন্টের নিলামে নাম দেয়ার ব্যাপারে আরও বেশি ভাবনাচিন্তার অবকাশ দেখছেন জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার।


বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা তানজিম সাকিব বলেন, 'প্রথমত আইপিএল থেকে ওনার (মোস্তাফিজ) নাম কেনো সরিয়ে দেয়া হলো তা আমরা কেউই জানি না। হয়ত পলিটিক্যাল ইস্যু হতে পারে, তবে ক্রিকেটে পলিটিক্যাল ইস্যু না আসাই ভালো।'

 

আরও পড়ুন: চট্টগ্রামের বিপক্ষে প্রতিশোধ নিতে প্রস্তুত সিলেট


এই পেসার আরও বলেন, 'আমরা (ক্রিকেটাররা) তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। একজন খেলোয়াড় হিসেবে তো আইপিএল খেলার ইচ্ছা থাকেই, ওই হিসেবেই আমরা নাম দেই। নেক্সটে যদি হয়, এজেন্টের সঙ্গে কথা বলে, দেশের যারা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা নাম দেবো।'


এদিকে, আইপিএল থেকে বাদ পড়লেও মোস্তাফিজের মধ্যে কোনো পরিবর্তন দেখছেন না তার সতীর্থরা।

]]>
সম্পূর্ণ পড়ুন