ভক্তের কাছে ১২ কোটি টাকার চ্যালেঞ্জ হেরে গেলেন রোনালদো

১ দিন আগে
একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে ক্রিস্টিয়ানো রোনালদো আজ ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। অথচ তিনিই কিনা সাধারণ এক ফুটবল সমর্থকের কাছে হেরে গেলেন চ্যালেঞ্জ। তাও এক মিলিয়ন ডলারের, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকা।

রোনালদোকে চ্যালেঞ্জটা দিয়েছিলেন জনপ্রিয় আমেরিকান ইউটিউবার জেমস স্টিফেন ডোনাল্ডসন। যিনি মিস্টারবিস্ট নামে পরিচিত। কিছুদিন নিজের ইউটিউব চ্যানেলে তাকে অতিথি করে এনে ছিলেন পর্তুগিজ তারকা। এবার তারা আরেকটি ভিডিওতে জুটি বেঁধেছেন। সেখানে অবশ্য পরিচালনায় ছিলেন মিস্টারবিস্ট।

No description available.মিস্টারবিস্টের সঙ্গে নিজের ট্রেডমার্ক সিইউ উদযাপনে মেতেছেন রোনালদো। ছবি: সংগৃহীত

তিনি রোনালদোকে তার একজন সমর্থকের সঙ্গে এক মিলিয়ন ডলারের একটি চ্যালেঞ্জ দেন। চ্যালেঞ্জটা ছিল গোলপোস্টে ঝুলানো টার্গেটে হিট করা নিয়ে। গোল পোস্টের উপরে লাগানো হয়েছিল মোট তিন কার্ডবোর্ড।  নির্দিষ্ট দূরত্ব থেকে পায়ের সাহায্যে শট নিয়ে যে সর্বোচ্চ বার টার্গেটে হিট করতে পারবেন, তিনি বিজয়ী হবেন।

 

আরও পড়ুন: মাঠে লুটিয়ে পড়া সেই ফুটবলারের চেতনা ফিরেছে

 

যেখানে পাঁচ বারের প্রচেষ্টার মধ্যে তিন বারই সফল হিট করেন রোনালদোর সমর্থক। আর রোনালদো একবারও সফল হননি। তাতে এক মিলিয়ন ডলার জিতে যান খালিদ নামের ওই সমর্থক। অবশ্য পুরো চ্যালেঞ্জে হাসি মুখেই ছিলেন রোনালদো। তার মধ্যে কোনো আক্ষেপ বা হতাশা দেখা যায়নি। উল্টো নিজের সমর্থককে উৎসাহ দিতে দেখা যায় তাকে।

Cristiano Ronaldo fan beat him in a soccer skills challenge to win $1,000,000 😭😭 pic.twitter.com/yS14YncFY4

— FearBuck (@FearedBuck) November 30, 2024

আরও পড়ুন: দুঃসময়ে সমর্থকদের জন্য ম্যানসিটি তারকার আবেগঘন বার্তা

 

রোনালদো জিতলে পুরো অর্থ অবশ্য দান করে দেয়া হতো।তবে এ অর্থ পেয়ে কিছুটা হলেও খালিদের জীবন বদলে যাবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন