বাস্তবতা কঠিন, তবে স্বপ্নটা বিশাল। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলদেশ নারী দল। গ্রুপে যেখানে প্রতিপক্ষ জাপান-হংকংয়ের মতো শক্তিশালী দল, সেখানে লাল-সবুজদের প্রথম লক্ষ্য অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা।
শুধু নারী দল নয় একই টুর্নামেন্টে অংশ নিতে চীনের দাজহুতে যাবে অনূর্ধ্ব-১৮ পুরুষ দল। পঞ্চমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে তারা। ২০১৬ সালে সবশেষ আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের রানার্সআপ হয় বাংলাদেশ।
আরও পড়ুন: ফাহিমের চোখে ‘বোলিং’ই মূল সমস্যা বাংলাদেশের
টুর্নামেন্টের উদ্দেশে যাত্রা করার আগে রাজধানীর ফ্যালকন হলে দুদলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দেশ ছাড়ার আগে লাল-সবুজ প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, আমি চাই তোমরা তোমাদের বেস্ট পারফরম্যান্স দাও। ডিসিপ্লিন মেইনটেন করবে। তারপর ফলাফল যাই হোক, সে ব্যাপারে আমি চিন্তিত থাকব না।
আগামী ৩ থেকে ১৩ জুলাই চীনের দাজহু শহরে আয়োজিত হতে যাচ্ছে বয়সভিত্তিক এই টুর্নামেন্ট।