সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাখন অহিদাবাদ চা বাগানের মৃত শংকুরা রবি দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার।
আরও পড়ুন: মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
তিনি জানান, সোমবার মাখন রবি দাস শ্রীধরপুর গ্রামের আলমাছ মিয়ার জমির ধান কাটছিলেন। এ সময় কালবৈশাখী ঝড়ও হাওয়া ও বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।