বড়দিন উৎসবে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি

১ দিন আগে
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে চার্চে নিরাপত্তা মহড়া শেষে এ কথা বলেন তিনি।

 

মো. মাসুদ করিম বলেন, কাকরাইলসহ ঢাকার সব চার্চ ঘিরেই নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-নাইন, রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেয়া হলো। পাশাপাশি এ ইউনিটগুলো নিরাপত্তা দিতে স্ট্যান্ডবাই থাকবে।

 

আরও পড়ুন: বড়দিনে লাল-সবুজ রঙ ব্যবহারের কারণ কি জানেন?

 

এছাড়াও পোশাকের পাশাপাশি সিভিলেও দায়িত্ব পালন করছে পুলিশ এ কথা জানিয়ে তাদের সাথে নিরাপত্তার দায়িত্বে আছে সেনাবাহিনীও এবারের বড় দিন নিরাপদেই উদযাপন হবে বলে জানান সিটিটিসি প্রধান।

 

খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশেই বড় দিন উদযাপনের আশা প্রকাশ করেন সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশ্ব এন ডি ক্রুজ।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন