বড় স্বপ্ন দেখা উচিত: সাইফ

২ সপ্তাহ আগে
দুদিন আগেও এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের খেলা নিয়ে শঙ্কা ছিল। আর এখন প্রেক্ষাপট একেবারে ভিন্ন। শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগাররা একধাপ এগিয়ে গেছেন ফাইনালের পথে। ম্যাচ জয়ের অন্যতম নায়ক সাইফ হাসান আবার সমর্থকদের সাহস যুগিয়েছেন বড় স্বপ্ন দেখার।

শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। দুবাইয়ের মাঠে লঙ্কানদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইফ ও হৃদয়ের দারুণ দুটি ফিফতে এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে লাল সবুজরা।

 

এ জয়ে আসরের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। বাকি দুই ম্যাচের একটিতে জিততে পারলেই ফাইনালের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হতে পারে লাল সবুজদের জন্য। তবে এসব নিয়ে এখনই ভাবতে চায় না বাংলাদেশ। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া সাইফ জানালেন, এক ধাপ এগিয়েছেন। এখন তাদের লক্ষ্য ভারত ম্যাচ।

 

সংবাদ সম্মেলনে ডানহাতি এই ওপেনার বলেন, ‘আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের ম্যাচ।’

 

আরও পড়ুন: সাইফ-হৃদয়ের জোড়া ফিফটিতে সুপার ফোরে শুভ সূচনা বাংলাদেশের

 

এশিয়া কাপে যাওয়ার আগেই টাইগারদের অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন তাদের লক্ষ্য ফাইনালে খেলা। নিজেদের সে লক্ষ্যের কথা মনে করিয়ে সাইফ বলেন, ‘অবশ্যই। এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব।’

 

এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত তিনবার ফাইনাল ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে একবারও শিরোপা ঘরে তোলা হয়নি। এবারো সুযোগ তৈরি হয়েছে ফাইনালে ওঠার, আরেকবার শিরোপার লড়াইয়ে নামার। সমর্থকদের আশ্বাস দিয়ে সাইফও বলছেন, বড় স্বপ্ন দেখার। তবে সেজন্য ধাপে ধাপে এগোতে চান তারা। আপাতত পুরো মনোযোগ ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচ দিয়ে।

 

সাইফ বলেন, ‘অবশ্যই, বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’

 

আরও পড়ুন: সাকিব আল হাসানকে টপকে রেকর্ড ভাঙলেন লিটন

 

আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরের দিনই পাকিস্তানের বিপক্ষে এ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

]]>
সম্পূর্ণ পড়ুন