চিটাগংয়ের দারুণ শুরুর পেছনে অবদান পারভেজ হোসেন ইমনের, অবশ্য পরে খাজা নাফেও ইমনের সঙ্গে তাল মেলান। ১০ ওভার শেষে ইমন ২৮ বলে ৪৯ ও খাজা ৩২ বলে ৪১ রান করেছেন।
আরও পড়ুন: বিপিএল বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
ফরচুন বরিশালের কাইল মেয়ার্সের করা প্রথম ওভারে ৫ রান তুলেন খাজা নাফে, দুই ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ১২। এরপর স্ট্রিয়ারিং নিজ হাতে নেন পারভেজ হোসেন ইমন। তার দুই চারে তৃতীয় ওভারেই আসে ১১ রান। পরের ওভারে আরও একটু সরস হন কিংস ওপেনার, তানভীর ইসলামকে টার্গেট বানিয়ে ওই ওভারে চিটাগং তুলে ১৮। পারভেজ ওই ওভারে ২টি ছক্কা ও একটি চার মারেন।
আরও পড়ুন: কীর্তনখোলা নাকি কর্ণফুলী, কোন বন্দরে ভিড়বে বিপিএল শিরোপা?
৫ ওভার শেষে ৫১ রান করা চিটাগং পরের তিন ওভারে তুলে ২১। কিন্তু নবম ওভার থেকে আবার হাতখুলে খেলতে থাকেন দলটির দুই ওপেনার। ইনিংসের মাঝপথে পাওয়া এই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে বলা যায় দুশোর বেশি সংগ্রহই পাবে টিচাগং।