কলম্বোয় বাংলাদেশের রান টপকে যেতে শ্রীলঙ্কার পুরো একদিন লাগল না। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ২৪৭ টপকে লিড নিয়ে নেয় দলটি। ২ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৯০, লিড ৪৩ রানের। ৮ উইকেট হাতে রেখে লঙ্কানরা এই লিডকে কত বড় করে, সেটাই দেখার বিষয়।
টাইগারদের প্রথম ইনিংসের জবাবে মধ্যহ্ন বিরতির আগেই বিনা উইকেটে ৮৩ রান করে ফেলে স্বাগতিক দল। বিরতি থেকে ফেরার পর অবশেষে জুটি ভাঙতে সক্ষম হয় টাইগাররা। তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন উদারার উইকেট। এরপর নিশাঙ্কা ও চান্দিমাল গড়েন ১৯৪ রানের নিরবচ্ছিন্ন জুটি। প্রথম ম্যাচে ১৮৭ রান করা নিশাঙ্কা তো সেঞ্চুরি তুলে নেনই, আছেন দেড়শর কাছাকাছি।
২৩৮ বলে ১৪৬ রান করে অপরাজিত নিশাঙ্কা। সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন চান্দিমালও, ৯৩-এ কাটা পড়েন নাঈম হাসানের ঘূর্ণিতে। নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৫ রানে অপরাজিত প্রবাথ জয়াসুরিয়া।
আরও পড়ুন: ৪ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে আর্চার
প্রথম দিন ৮ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকতে পারেনি। ২৪৭ রানে অলআউট হয় সফরকারী দল। দিনের তৃতীয় ওভারেই এবাদত হোসেনকে হারায় বাংলাদেশ। দশম উইকেট জুটিতে নাহিদ রানাকে নিয়ে ১৮ রান যোগ করেন তাইজুল, যেখানে নাহিদ ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি।
শেষ পর্যন্ত দিনুশার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তাইজুল। ৬০ বলে ৫ চারে ৩৩ রান করেন এই বাঁহাতি। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং সোনাল দিনুশা। ২ উইকেট পান বিশ্ব ফার্নান্দো।