লিগের এই ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের হার ৩-১ গোলে। ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোরই ২টি গোল, অন্যটি করেছেন ম্যাথিয়াস জেনসেন। ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি মিসের দিন ম্যানচেস্টারের একমাত্র গোলটি করেছেন ৭৬ মিলিয়ন ইউরোতে লেইপজিগ থেকে দলবদল করা বেনিয়ামিন সেস্কো।
এই হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে ইউনাইটেড। ৭ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ডেরও। তবে তারা গোল ব্যবধানে এগিয়ে থাকায় ১২ নম্বরে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল, ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
কমিউনিটি স্টেডিয়ামে ২০ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এই দুটি গোলই করেন ইগর থিয়াগো, ৮ মিনিটে গোল করেন জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্ট থেকে। ২০ মিনিটে গোলে শট নিয়েছিলেন কেভিন শেড। ইউনাইডেট গোলরক্ষক অল্টায় বেয়িন্দির তা গ্লাভসবন্দী করতে পারেননি, চলে যায় ডি বক্সে ঢুকে পড়া ইগরের কাছে। আলতো ছোঁয়ায় ইগর দ্বিতীয়বার জাল খুঁজে নেন।
আরও পড়ুন: মার্টিনেল্লির শেষ মুহূর্তে গোলে সিটির সঙ্গে ড্র করলো আর্সেনাল
সেস্কো ব্যবধান কমান ৬ মিনিটের মধ্যেই। এটাই সফরকারীদের ও প্রথমার্ধের শেষ গোল। ৭৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু ফার্নান্দেজ তা জালে পাঠাতে পারেননি। এই মৌসুমে এ নিয়ে তিনবারের মধ্যে দুবার পেনাল্টি মিস করলেন পর্তুগিজ ফুটবলার। এর আগে ১১ বার শট নিয়ে ১১ বারই গোল করেছিলেন তিনি।
ইউনাইটেড সমতায় আসার পরিবর্তে যোগ করা সময়ে আরেকটি গোল হজম করে ফেলে। ভারাক্রান্ত মন নিয়েই ম্যানচেস্টারে ফিরতে হচ্ছে তাদের। সব মিলিয়ে এ মৌসুমে এটা তাদের চতুর্থ হার। একটি হার আছে চতুর্থ সারির লিগে খেলা গ্রিমসবাই টাউনের বিপক্ষে।