সাত দিনব্যাপী এই প্রশিক্ষণে বেবিচকের নিরাপত্তা বিভাগের ২০ জন কর্মকর্তা অংশ নেন।
কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিভিল অ্যাভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ নেয়া কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল এবং সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।
আরও পড়ুন: বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশসীমা, গাড়ি থামার সময় নির্ধারণ করে দিলো বেবিচক
বেবিচকের চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নিত্য নতুন বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরসমূহের তদারকিতে এ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ব্রিটিশ হাইকমিশন ও ডিএফটিকে সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
]]>