শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর বেসরকারি একটি কনফারেন্স হলরুমে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও অপরাজেয় বাংলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিশিষ্ট বুদ্ধিজীবী, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন।
সমঝোতা সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
এসময় হাসনাত কাইয়ুম বলেন, ‘১৯৭১ ও ১৯৯০-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে অতীতে ভুল হয়েছে। ব্রিটিশ শাসন ব্যবস্থার অনুকরণ করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিভ্রান্ত হয়েছি। এখন আর ভুল করার সুযোগ নেই।’
আরও পড়ুন: বাহাত্তরের সংবিধানে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়: নাসির উদ্দিন
তিনি আরও বলেন, বিভক্তি নিরসন ও রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব নিতে হবে।
সমঝোতা সংলাপে বক্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না ওঠে, সেজন্য জাতীয় ঐক্য অপরিহার্য। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে যে সুপারিশ জানাল সংবিধান সংস্কার কমিটি
এ সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহৎ ঐকমত্যের পথ সুগম করবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।
]]>