ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে টিকটক, যুবকের কারাদণ্ড

৪ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. মাঈনুদ্দিন (২৮) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মো. মাঈনউদ্দিন বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের ইদন মিয়ার ছেলে। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাঈনুদ্দিনকে ছয়মাসের কারাদণ্ড দেন ও ৫০০ টাকা জরিমানা করেন। ছামিউল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ভুয়া টিকা কার্ড ব্যবহার করায় যুবকের কারাদণ্ড

খোঁজ নিয়ে জানা গেছে, মাঈনুদ্দিন উল্লেখিত বিদ্যালয়ের সামনে মেয়েদের উত্ত্যক্ত করে সেটা ভিডিও ধারণ করে টিকটিক করতো। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। এ অবস্থায় মাঈনুদ্দিন পালিয়ে যায়। মঙ্গলবার তিনি আবারো বিদ্যালয়ের সামনে টিকটিক করতে এলে হাতেনাতে ধরা পড়ে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন