ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মো. হেলাল মিয়া নামে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৫ জানুয়ারি) ভোক্তা অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

 

ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এলপিজি গ্যাস বিক্রির ডিলার মায়ের দোয়া নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

 

আরও পড়ুন: এলপিজির ঘোষিত দাম খুচরা পর্যায়ে মানার বিষয়ে নিশ্চয়তা দিতে পারব না: বিইআরসি চেয়ারম্যান

 

এছাড়া দোকানে মূল্য তালিকা না থাকায় দোকানের মালিক মো. হেলাল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করা হয়।

 

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

]]>
সম্পূর্ণ পড়ুন