ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের বাড়িতে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া (৫৫) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধরমন্ডল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

নিহত জিতু মিয়া ধরমন্ডল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধরমন্ডল ইউনিয়নের সাবেক মেম্বার জিতু মিয়ার পক্ষের সঙ্গে একই এলাকার ফকির মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সোমবার বিকেলে স্থানীয় একটি বিয়েবাড়িতে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

 

এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে সাবেক মেম্বার জিতু মিয়া নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন