শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে ঘটনা ঘটে।
নিহত নিঝুম আক্তার চর মরিচাকান্দি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। আর চাঁদনী আক্তার শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনাজ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। এর মধ্যে চাঁদনী আক্তার দীর্ঘদিন ধরে নানুর বাড়ি চর মরিচাকান্দিতে থাকত। তারা স্থানীয় মেঘনা কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত দুই শিশু নিঝুম ও চাঁদনী স্কুল থেকে এসে চর মরিচাকান্দি গ্রামের বিলের পানিতে গোসল করছিল। সাঁতার না জানায় তারা এক পর্যায়ে বিলের পানিতে তলিয়ে যায়। পরে গ্রামের এক নারী গোসল করতে এসে বিলের পানিতে নামলে তার পায়ের মধ্যে তাদের শরীরের ধাক্কা লাগে। এ সময় স্থানীয় লোকজন জরো হয়ে তাদেরকে একেএক পানি থেকে উদ্ধার করেন।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদেরকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদ তদন্ত ছাড়াই শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।