ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪

২ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া এবং সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন: কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার সুমন (২৮), কসবা উপজেলার সাগরতলা গ্রামের বাবুল মিয়া (৪৫), তার স্ত্রী লুৎফা বেগম (৩৪) এবং বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের মনির হোসেন প্রকাশ রাসেল (২৩)।


পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে ১১৬ কেজি গাঁজা পাচারের সময় মাদক কারবারি উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
 

আরও পড়ুন: রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২২


অপরদিকে সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ ও ২ কেজি গাঁজাসহ বাবুল মিয়া, তার স্ত্রী লুৎফা বেগম এবং মনির হোসেন প্রকাশ রাসেলকে গ্রেফতার করা হয়।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।


এ ঘটনায় মাদকদ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন