ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন: আমসু মিয়া (২৪), আকবর মিয়া (৫০), বকুল মিয়া (২৮), মোনেয়ম খাঁ (৩৭), রঙ্গু মিয়া (৩৮), মনির হোসেন (৩৫), তোফাজ্জল মিয়া (৩৫), সাইফুল ইসলাম (২৫), মরম ইসলাম (৩৫), জাকির হোসেন (৩৩), লিটন মিয়া (৩৩), আতিক মিয়া (২৫), রহিছ মিয়া (৫৫), মহরম আলীর স্ত্রীসহ (২৮) ২০ জন।


প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী জানায়, বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে গত ইউনিয়ন পরিষদের নির্বাচন, গ্রাম্য সালিশের নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম মেম্বার ও শফিক রায়হান শ্রাবণের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।


আরও পড়ুন: ফরিদপুরে একাধিক সংঘর্ষে আহত শতাধিক, ভাঙচুর-আগুন


দীর্ঘদিন ধরেই দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই পূর্ব বিরোধের জের ধরে রোববার (২৭ এপ্রিল) রাতে দুপক্ষের লোকজনের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।


পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে আজ সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজন আবারো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


আরও পড়ুন: রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু


পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে থেমে থেমে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম মেম্বার ও শফিক রায়হান শ্রাবণের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন