রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে ১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
সকালে নাসরিনগর আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভের পর মিছিল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগবিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছে। এতে টেকনিক্যাল পদে তারা নিয়োগ না পেয়ে সাধারণ শিক্ষা সনদধারীরা চাকরিতে সুযোগ পাচ্ছে, যা খুবই হতাশাজনক। তারা অবিলম্বে নিয়োগবিধি সংশোধনের দাবিতে স্লোগান দেন। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে সকল আইএলএসটি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিওদেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী হামিম আহমেদ বলেন, ‘চার বছর ধরে হাতে-কলমে টেকনিক্যাল শিক্ষা নিয়েছি। আর এখন বলা হচ্ছে, এই ডিগ্রির কোনো মূল্য নেই। এটি নিছক অন্যায়ই নয়, একটি শিক্ষিত প্রজন্ম ধ্বংসের পরিকল্পনা ও স্পষ্ট প্রতারণা।’
আরও পড়ুন: নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে: মুশফিকুর
নাসিরনগর আইএলএসটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবোধ কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। আশা করছি দ্রুত সমাধান আসবে।’
এদিকে সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে আঞ্চলিক সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছুদ আহমেদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের কথা শুনেন। পরে শিক্ষার্থীরা বেলা ১টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।’
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·