মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাংতি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ফরিদপুরে সালিশ চলাকালে দুপক্ষের সংঘর্ষ আহত ৩০
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড় মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসনের পক্ষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
]]>