ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর পেট থেকে ১৫ কেজির টিউমার অপসারণ

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ফাতেমা বেগম নামে ১৪ বছরের এক কিশোরীর পেট থেকে অপারেশনের মাধ্যমে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা টিউমারটি অপসারণ করেন।


ফাতেমা বেগম জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী।


খোঁজ নিয়ে জানা গেছে, ফাতেমা বেগম অনেক দিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমতের তত্ত্বাবধানে ছিল। তার পেটে টিউমার ছিল। চিকিৎসক ফাতেমা বেগমকে ঢাকায় গিয়ে অপারেশন করাতে পরামর্শ দেন। কিন্তু ফাতেমার পরিবার গরিব হওয়ায় ঢাকা যেতে রাজি হয়নি। পরে ফাতেমা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।


রোববার ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমত, ডা. জাকিয়া সুলতানা রুনা, সার্জারি কনসালটেন্ট ডা. আজহারুর রহমান তুহিন, কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. খোকন দেবনাথ ও ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. তৌহিদ আহম্মদের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেন।


আরও পড়ুন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৫১ বছরে প্রথম সিজারিয়ান অপারেশন!


এ ব্যাপারে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. খোকন দেবনাথ জানান, ফাতেমা হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমতের তত্ত্বাবধানে ছিল। ফাতেমার পরিবারের অনুরোধেই এখানে অপারেশন করানো হয়। ফাতেমা বর্তমানে সুস্থ আছে।


এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, এত বড় টিউমার নিয়ে ফাতেমা কীভাবে চলাফেরা করত তা আশ্চর্যজনক ছিল। এটি ডিম্বারস জাতীয় টিউমার। প্রায় ৩ ঘণ্টাব্যাপী অপারেশন চলে। অপারেশনটি ছিল খুবই জটিল।


এ ব্যাপারে গাইনি কনসালটেন্ট শরিফ মাসুমা ইসমত বলেন, ফাতেমার পেটের টিউমারটি ছিল বিরল ও বিপজ্জনক। সময়মতো অস্ত্রোপচার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে টিউমারটি অপসারণ করা হয়েছে। সে এখন সুস্থ আছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন