ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় তিন মোটরসাইকেলের ধাক্কায় নিহত বেড়ে ৫

২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহান মিয়ার ছেলে আকরাম (২২), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মো. ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৬), সদর উপজেলার মজলিশপুর এলাকার শাহাজান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় তিন মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৪


স্থানীয়রা জানান, বিকেলে বিজয়নগরের চান্দুরা থেকে একটি অটোরিকশা বিশ্বরোডের দিকে আসছিল। পথে রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা তিনটি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ চারজন নিহত হন। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজন বিজয়নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আরও পড়ুন: বাসের ধাক্কায় গেল প্রাণ মোটরসাইকেলে থাকা ২ ভাইয়ের


খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছি। পরে হাসপাতালে একজন মারা যান।  আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন