ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো বেকারিকে দুই লাখ টাকা জরিমানা

৩ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিভিন্ন অনিয়মের দায়ে হ্যালো বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের দাতিয়ারায় হ্যালো বেকারীর কারখানায় এ অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করা হয়। 


অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাতিয়ারা (ওয়াবদা গেইট) হ্যালো বেকারির কারখানায়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাব-৯ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায় হ্যালো বেকারির কারখানায় কর্মচারীদের মাথায় টুলিংস কোট নেই, যত্রতত্র ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে, খালি গায়ে কাজ করছেন শ্রমিকেরা, ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ ও অন্যান্য পণ্য একসঙ্গে রাখা হয়েছে। ডিম ভাঙ্গা ও নষ্ট ডিম যত্রতত্র পড়ে আছে। ফ্রিজে মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও মিষ্টি তৈরির স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ। 

আরও পড়ুন: শরীয়তপুরে দোকানে নকল পণ্য, ব্যবসায়ীকে জরিমানা


মিষ্টি খোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ ও মাছি পড়ে থাকতে দেখা যায়। কারখানাটির এমন অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হ্যালো বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

 

তিনি আরও জানান, তাদের এই অপরাধগুলো চলতি মাসের ২০ তারিখের মধ্যে সংশোধন করার সুযোগ করে দেওয়া হয়েছে। যদি ২০ তারিখের মধ্যে এই অপরাধগুলো সংশোধন না করা হয়, পরবর্তীতে কারখানা সিলগালা করে দেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহম্মেদ ও র‍্যাব-৯ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন