নতুন ফরম্যাট উন্মোচন করার সময়ই উয়েফা জানিয়ে দিয়েছিল, এবারের চ্যাম্পিয়ন্স লিগের অর্থ পুরস্কার অনেক বাড়ছে। এবার পুরো টুর্নামেন্টের জন্য মোট ২৪৩.৭ কোটি ইউরো (প্রায় ৩৩,৬৩৪ কোটি টাকা) অর্থ পুরস্কার বরাদ্দ করেছে উয়েফা। যা আগের মৌসুম থেকে ৪০ কোটি ইউরোর বেশি।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে জয়ী দল পাবে ২ কোটি ৫০ লাখ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩৪৪ কোটি ৬৫ লাখ টাকা। রানার্স আপ দল পাবে ১ কোটি ৮৫ লাখ (২৫৫ কোটি টাকা) ইউরো। আর সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে ১ কোটি ৫০ লাখ ইউরো বা প্রায় ২০৬ কোটি ৭৯ লাখ টাকা।
আরও পড়ুন: রিয়ালের সঙ্গে সমঝোতা আনচেলত্তির, ব্রাজিলের কোচ হচ্ছেন তিনি?
এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি তিনটি ভাগ দেয়া হচ্ছে। অংশগ্রহণ ফি, পারফরম্যান্সভিত্তিক আয় এবং ব্রডকাস্ট রেভিনিউ ভাগ।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিল ৩৬টি দল। যার মানে অংশগ্রহণ ফি হিসেবে প্রতিটি দলই ১৮.৬২ মিলিয়ন ইউরো (প্রায় ২৫৬ কোটি ৬৬ লাখ টাকা) করে পেয়েছে। এরপর টুর্নামেন্টে যে দল যত ভালো পারফর্ম করেছে সেই অনুযায়ী পারফরম্যান্সভিত্তিক আয়ের টাকা পেয়েছে ক্লাবগুলো। এ ছাড়া নিজেদের লিগে র্যাঙ্কিং বোনাস হিসেবে আরও কিছু টাকা পাবে ক্লাবগুলো।
আর ব্রডকাস্ট রেভিনিউ থেকে যে আয় করবে ক্লাবগুলো, তা নির্ভর করবে ক্লাবের বাজারমূল্য এবং ক্লাবের উয়েফা র্যাঙ্কিং ও সম্প্রচার জনপ্রিয়তার ওপর। এটি একেক ক্লাব একেক অনুপাতে অর্থ পেয়ে থাকে। ফলে যে ক্লাবের ব্রডকাস্ট রেভিনিউ থেকে আয় বেশি তারা বেশি অর্থ পুরস্কার পাবে।