শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা ছাত্রদলের যোগদান করেন। এ সময় জুলাই যোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল।
জুলাই যোদ্ধা মুহাইমিনুল আজবীন বলেন, আমরা আজকে ছাত্রদলে যোগ দিয়েছি। আমরা অনেক আশা নিয়ে এসেছি। আমরা চাই, একটা পরিবর্তন আসুক। আমরা চাই, নতুন ধারার রাজনীতি আসুক। শিক্ষিত মানুষেরা রাজনীতিতে আসুক।
আরও পড়ুন: জুলাই যোদ্ধাদের সুরক্ষায় ‘দায়মুক্তি অধ্যাদেশ’ এর খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিন উদ্দিন নিঝুম বলেন, আমরা যে আইডিয়া নিয়ে এসেছি সেটা ছিল বৈষম্যহীনতার আইডিয়া। বিপ্লবের আইডিয়া। আমরা চাই, মেধার ভিত্তিতে বুদ্ধির ভিত্তিতে এগিয়ে যাওয়া। সেটাকে আমরা বজায় রাখবো।
জুলাই যোদ্ধা আশিষ ভৌমিক জানান, আগে ফ্যাসিবাদী সরকার ছিলো। আগে অনেক হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে ও নানান রকমের হয়রানির মধ্যে পড়তে হয়েছে। এখন যেন তা না হয় সেই প্রত্যাশা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজকে তারা নিজেদের চেতনা থেকে, অনুধাবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে, তারা উনার প্রতি আসক্ত হয়ে আজকে ছাত্রদলে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।
আরও পড়ুন: অবশেষে ফিরছেন আরব আমিরাতে কারাবন্দি থাকা জুলাই যোদ্ধারা, সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা
তিনি বলেন, ফ্যাসিষ্টদের সবচেয়ে শক্ত অবস্থান ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সেই অবস্থা ভেদ করে জুলাই যোদ্ধারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে স্বাধীন করেছেন। তাদের যে প্রেরণা, তাদের যে সততা, নতুন বাংলাদেশের ভূমিকায় তারেক রহমান এমন কিছুই চাচ্ছেন। এই বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা থাকবে।

৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·