এতে সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজ। সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।
সভায় সংগঠনের বিস্তারিত দিক তুলে ধরার পর সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজকে সভাপতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলে রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: স্টামফোর্ড ইউনিভার্সিটি ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল, সাধারণ সম্পাদক তানভীর
কমিটির অন্যান্যরা হলেন: বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আশিকুল ইসলাম ও দৈনিক নিউ এইজের জেলা প্রতিনিধি হান্নান খাদেমকে সহ-সভাপতি, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হককে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সৈয়দ রিয়াজ আহমেদ অপুকে কোষাধ্যক্ষ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার মো. শফিকুল ইসলামকে প্রচার সম্পাদক, দৈনিক আজকালের খবর পত্রিকার মোজাম্মেল চৌধুরীকে জনকল্যাণ সম্পাদক, দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান নিটলকে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা সংবাদদাতা মাঈনুদ্দীন রুবেলকে দফতর সম্পাদক এবং ৯ জনকে কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য করা হয়। সভায় জেলা ও উপজেলায় কর্মরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব গণমাধ্যম কর্মীকে সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
]]>