ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের সাবেক পিপির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

৩ সপ্তাহ আগে
সনদ জালিয়াতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকনের সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একে এম কামরুজ্জামান মামুন।

 

তবে অ্যাডভোকেট মাহাবুবুল আলম চৌধুরী খোকন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক স্বার্থে করা হয়েছে বলে দাবি করেন।

 

আইনজীবী সমিতির সভাপতি কামরুজ্জামান মামুন বলেন, ‘স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের সনদ জালিয়াতির ঘটনা প্রমাণিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মাহাবুবুল আলম চৌধুরী খোকনের জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে।’

 

তিনি জানান, তবে কেন মাহাবুবুল আলম খোকনকে চূড়ান্তভাবে আইনজীবী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী আগামী ৩ ডিসেম্বর থেকে ১৫ কার্যদিবসের মধ্যে জেলা আইনজীবী সমিতির কাছে জবাব দিতে বলা হয়েছে।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অভিযোগ করে বলেন, ‘মাহাবুবুল আলম খোকন শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেটসহ বার কাউন্সিল সনদ জেলা আইনজীবী সমিতিতে দাখিল করেননি। মাহবুবুল আলম কীভাবে নাম পাল্টিয়ে মাহবুবুল আলম চৌধুরী হলেন এবং তিনি বার কাউন্সিলের সনদ ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দাখিল না করে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করে আইন পেশা পরিচালনার করছিলেন এই প্রশ্ন তুলেন তদন্ত কমিটির সদস্য জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীরা।’

 

অভিযুক্ত আইনজীবী মাহাবুবুল আলম খোকন বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক বিরোধ থেকে এসব করা হচ্ছে। তার সব পরীক্ষার সনদপত্র সঠিক দাবি করে তিনি বলেন, ‘এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ষড়যন্ত্র করে সরকার পরিবর্তনের কারণে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এসব করছেন।’

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত, বিজিবির কড়া প্রতিবাদ

 

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একে এম কামরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলসহ কার্যকরী কমিটির পাঁচ সদস্য, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১ অ্যাডভোকেট বশির আহমেদ-৩,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শামসুল আলম, অডিটর অ্যাডভোকেট সাদ্দাম হোসেন উল্লাস, সদস্য অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট আরিফুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন