রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর পৌর এলাকার আদালতপাড়া এলাকায় অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার থেকে অবৈধ অস্ত্র এবং জাল টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ১০ লাখ ১৮ হাজার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি রয়েছে।
এ ঘটনা জড়িত থাকা সন্দেহে পুলিশ তিন নারীকে আটক করেছে।
পার্লারের পাশের সিসিটিভির ফুটেজ দেখা যায়, এক তরুণী রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালতপাড়ার ‘বউ সাজ’ বিউটি পার্লারে ঢোকেন। পরে ব্যাগটি বউ সাজ বিউটি পার্লারে রেখে বের হয়ে যান। পার্লারের এক কর্মী ব্যাগটি দেখতে পান। এরপর তিনি নবীনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ওই বিউটি পার্লারে এসে ব্যাগটি তল্লাশি করে ভেতরে বিপুল পরিমাণ জাল টাকা ও অবৈধ অস্ত্র গুলি উদ্ধার করে।
আরও পড়ুন: নাসিরনগরে হাওড়ে ধরা পড়ল ১৮ কেজির বিগহেড মাছ
পরে ঘটনা জড়িত থাকার সন্দেহে তিন নারীকে আটক করে পুলিশ।
আটক নারীরা হলেন, নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), একয় উপজেলার করিমশাহ গ্রামের আব্দুল সালামের মেয়ে তাসলিমা আক্তার ও করিমশাহ পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদালতপাড়ার বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।