সোমবার (৫ মে) দুপুরে বিজিবির একটি টহল দল রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক সুজন বর্মণ ভারতের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ তথ্যের ভিত্তিতে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বাড়ায় বিজিবি। এরই ধারাবাহিকতায় দুপুরে বিজিবির একটি টহল দল মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মগবাজার থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, রোববার রাতে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর সাকিব (১৭) ও ভারতীয় নাগরিক সুজন বর্মণ (৩৫) গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এরমধ্যে সাকিব সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব।
পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
]]>