ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের দুই হাজার রেগুলেটর ধ্বংস

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের থেকে জব্দকৃত অনিবন্ধিত ও অবৈধ অন্তত দুই হাজার রেগুলেটর বিনষ্ট করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরায় এগুলো ধ্বংস করা হয়।
 

গ্যাস রেগুলেটর ধ্বংস সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কুমিল্লা অফিসের জেনারেল ম্যানেজার মার্কেটিং (রুটিন দায়িত্ব) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, গত ২০ মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর মেড্ডা, কালিসিমা, গৌকর্ণ ঘাট, বিহাইর, সুহিলপুর ও সরাইল কুট্টাপাড়ার বিভিন্ন স্থানে মোট ২৬ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ১ হাজার ৭৮১ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুই হাজার ৩৮৫ মিটার পাইপলাইন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।


তিনি জানান, অভিযানকালে জব্দকৃত অনিবন্ধিত ও অবৈধ অন্তত দুই হাজার গ্যাস রেগুলেটর বিনষ্ট করা হয়েছে। যার বাজার মূল্য অন্তত ৪০ লাখ টাকা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

এ ব্যাপারে ২০৩টি মামলা দায়ের করা হয়। নিয়মিতভাবে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
 

অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন