ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে এই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল করছে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার সমর্থকেরা।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া নারায়ণপুর বাইপাস মোড়ে মশাল নিয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-আগরতলা সড়কের নারায়নপুর মোড়ে কাফনের কাপড় পরে শুয়ে পড়েন।


আন্দোলন চলাকালে মনিয়ন্দ বিএনপির সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী বিল্লাল জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, উনার বয়স অন্তত ৯০ বছর। তিনি দীর্ঘদিন কানাডা বেগম পাড়ায় ছিলেন। দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন না। কবীর আহমেদ ভূঁইয়া দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। তাকে মূল্যায়ন না করে কানাডিয়ান নাগরিককে মনোনয়ন দেয়া হয়েছে। এতে করে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে।

আরও পড়ুন: গ্যাসের অভাবে অচল আশুগঞ্জ সার কারখানা, সরবরাহের দাবিতে বিক্ষোভ

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুল জনান, দীর্ঘদিন আওয়ামী দুশাসন নির্যাতনের সময় জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া আখাউড়া তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। আমরা যারা, হামলা মামলার শিকার হয়েছি, কবীর আহমেদ ভূঁইয়া সব সময় নেতাকর্মীদের পাশে থেকে তিনি সবকিছু মোকাবিলা করেছেন। অথচ তাকে মনোনয়ন না দিয়ে কনাডা প্রবাসীকে মনোনয়ন দেয়া হয়েছে। 


তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ব্রাহ্মণাবড়িয়া-৪ আসনের মনোনয়নটি পুনর্বিবেচনার জন্য জোরালো দাবি জনান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার উচ্চারণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন