ব্রাহ্মণবাড়িয়া সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

৪ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাড়ে ১২কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দ করা পণ্যের মধ্যে ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১০৭ পিস উন্নত মানের কম্বল রয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ২৫ বিজিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


এরআগে ভোরে উপজেলার চম্পকনগরে এ ঘটনা ঘটে।


অভিযান সম্পর্কে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচলনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি পিকআপভ্যান আটক করা হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও ১০৭ পিস উন্নত মানের কম্বল আটক করতে সক্ষম হন। আটক পণ্যের মূল্য ১২ কোটি ৬৩ লাখ টাকা।

আরও পড়ুন: কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ


তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৫ বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন