ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার

১ দিন আগে
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ছয়টার দিকে দেশটির ফেডারেল পুলিশ তাকে গ্রেফতার করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান প্রচেষ্টার নেতৃত্ব দেয়ার জন্য তার ২৭ বছরের কারাদণ্ড শুরু হওয়ার কয়েকদিন আগেই তাকে গ্রেফতার করা হলো।

 

বলসোনারোর আইনজীবী সেলসো ভিলারদি গ্রেফতারের কারণ সম্পর্কে কিছু জানাননি। 

 

আরও পড়ুন:জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ আগুন, আলোচনা ব্যাহত

 

ভিলারদি জানান, আগস্ট মাস থেকে গৃহবন্দী থাকা বলসোনারোকে শনিবার গ্রেফতার করা হয়।  

 

এদিকে, তার একজন ঘনিষ্ঠ সহযোগী একটি বার্তা সংস্থাকে জানান, সাবেক প্রেসিডেন্টকে রাজধানী ব্রাসিলিয়ার পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

 

বলসোনারোর নাম উল্লেখ না করে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বাহিনী জানিয়েছে, তারা ব্রাজিলের সুপ্রিম কোর্টের অনুরোধে তাকে গ্রেফতার করেছে।


তবে ব্রাজিলের ফেডারেল পুলিশ বা সুপ্রিম কোর্ট কেউই বিস্তারিত তথ্য জানায়নি।


এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা বলসোনারো অভ্যুত্থান প্রচেষ্টার নেতৃত্ব দেয়ার জন্য দোষী সাব্যস্ত হন। আগামী সপ্তাহের কোনো এক সময় তার সাজা ভোগ শুরু হওয়ার কথা ছিল। তার আগেই তাকে গ্রেফতার করা হলো।

 

তবে, সিএনএন-এর সহযোগী সংস্থা সিএনএন ব্রাজিল জানায়, অভ্যুত্থান প্রচেষ্টার নেতৃত্ব দেয়ার অভিযোগে কারাদণ্ড শুরু হওয়ার কয়েকদিন আগে, সম্ভাব্য ‘পালানোর চেষ্টা’ রোধ করার জন্য বলসোনারোকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

 

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পুলিশের অনুরোধে এবং সুপ্রিম কোর্ট অনুমোদিত একটি প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছে।

 

আরও পড়ুন:ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি আরও বাড়াল যুক্তরাষ্ট্র 

 

২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার ষড়যন্ত্রের অভিযোগে জাইর বলসোনারোকে এই বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল এবং তিনি গৃহবন্দী ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন