ব্রাজিলের কোচ হওয়ার জন্যই কী আল হিলাল ছাড়লেন জেসুস?

৫ দিন আগে
হঠাৎ করেই আল হিলালের চাকরি ছাড়লেন হোর্হে জেসুস, তবে কেন? গুঞ্জন আছে ব্রাজিলের কোচ হতেই সৌদি ক্লাবটির চাকরি ছেড়েছেন এই কোচ। আল হিলাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল করা হয়েছে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত ২৯ এপ্রিল আল আহলির বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে আল হিলাল। এরপর আলোচনা করে আল হিলালের চাকরি ছেড়েছেন জেসুস, এমনটাই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। 

 

লিগে এখনও আল হিলালের বাকি আছে আরও পাঁচ ম্যাচ, যা শেষ হবে ২৬ মে। ওই পাঁচটি ম্যাচে সৌদি আরবের সাবেক ফুটবলার ও কোচ মোহাম্মদ আল-শালহুব দায়িত্ব পালন করবেন। 

 

আরও পড়ুন: মেসি-সুয়ারেজ নৈপুণ্যে তিন হারের পর জয়ের দেখা পেল মায়ামি

 

এক বিবৃতিতে আল হিলাল জানিয়েছে, ‘আল হিলালের কোচ ও পর্তুগিজ কোচ জেসুস সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করেছে। আল হিলালের টেকনিক্যাল স্টাফরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখায় ক্লাব তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বোর্ড শালহুবকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ 

 

ব্রাজিলের কোচের পদ থেকে দরিভাল জুনিয়রকে ছাঁটাই করার পর থেকেই নতুন কোচ খুঁজছে তারা। সেলেসাওদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন কার্লো আনচেলত্তি। তবে এ ব্যাপারে এখনও কিছু পরিষ্কার না। 

 

আরও পড়ুন: শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষা বাড়ল বায়ার্নের

 

এদিকে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে হোর্হে জেসুসের নাম এসেছিল। তবে তার থেকেও বেশি আলোচনায় ছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু ইতালিয়ান এই কোচকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর তাকে না পাওয়া গেলে এই দৌড়ে এগিয়ে থাকবেন জেসুস। 

 

ফুটবল দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো কার্লো আনচেলত্তির আশা ছাড়েনি। দুই পক্ষ নাকি চুক্তির বিষয়ে সম্মতই আছে। তবে আনচেলত্তি এখনও রিয়াল মাদ্রিদেই আছেন। বাকি টা দেখা যাবে চলতি মৌসুম শেষে।

]]>
সম্পূর্ণ পড়ুন