আ্যঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীয় উপলক্ষে ১৪ নভেম্বর দেশটির বিপক্ষে ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ খেলতে অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা নেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অ্যাঙ্গোলা ম্যাচ শেষে ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি আর হয়ে ওঠেনি আর্জেন্টিনার।
এদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ইউরোপে সফর করবে ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে তারা। এ বছর সেলেসাওদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের লিল শহরে।
আরও পড়ুন: যে কারণে বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিচ্ছেন না মেসি
তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না।
শুধু তাই নয়, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল থেকেই মাঠে নামছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন ও ইতালির মতো দলগুলো। এই ৫ দলই দুইটি করে ম্যাচ খেলবে। এই দুই ম্যাচেই অনেক দেশের ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে।

২ সপ্তাহ আগে
৯






Bengali (BD) ·
English (US) ·