ব্রাকসুর তফসিল প্রত্যাখ্যান করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

১ সপ্তাহে আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ।

তবে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তফসিল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীদের একটি অংশ।


সংবাদ সম্মেলনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, ‘এই তফসিল অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করবে না। জাতীয় নির্বাচনের সময়সূচির সঙ্গেও এটি সাংঘর্ষিক। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই শীতকালীন ছুটির আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।’


আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল দাবি শিক্ষার্থীদের


তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নামমাত্র একটি তারিখ দিয়েছে, যাতে নির্বাচন করা সম্ভব নয়। শীতকালীন ছুটির আগে বিষয়টি পুনর্বিবেচনা না করলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।’


এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামান বলেন, ‘শীতকালীন ছুটির বিষয়টি আমরা ভিসিকে জানিয়েছি। যতটুকু সময় প্রয়োজন ছিল তা নেয়া হয়েছে। আমাদের সময়সূচি আর সংক্ষিপ্ত করা সম্ভব নয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন