বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল মিয়ার ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।
মোবারকের ছোটভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তার বড় ভাই মোবারক হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা কাছের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে কোনো খোঁজ না পেয়ে পরদিন রোববার (১ ডিসেম্বর) পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, পরদিন মিলল যুবলীগ নেতার মরদেহ
নিহতের বাবা আব্দুল আউয়াল জানান, বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে এক ব্যক্তির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে উপজেলার বৈদ্যেরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে তিনিসহ পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।
পরে ময়নাতদন্তের জন্য মোবারকের মরদেহ পুলিশ সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: ঝটিকা মিছিল করার সময় ৩ যুবলীগ কর্মী গ্রেফতার
পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানানো হয়।