তারা বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান হাকিম।
স্থানীয় বাসিন্দা আবু সাঈদ জানান, গত ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মা ইসমো তারার অন্যত্র বিয়ে হলে শিশু দুটি চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকে।
আরও পড়ুন: যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
শনিবার বেলা তিনটার দিকে তাদের সহপাঠি রাফি ইসলাম (১৩) সহ ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রাফি তীরে উঠতে পারলেও দুই ভাই (ইমরান ও ইব্রাহিম) নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পাননি।
আরও পড়ুন: রক্ত দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই!
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়ে খোঁজ নেয়া হচ্ছে।