ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা

৩ সপ্তাহ আগে
বান্দরবানে পুলিশ ব্যারাকের দোতলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাশিদুল আলম নামে এক পুলিশ সদস্য। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান বালাঘাটা রিজার্ভ পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে।

রাশিদুল আলম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা আব্দুছ ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ  লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ জানায়, কনস্টেবল রাশিদুল আলম দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আজ সন্ধ্যায় হঠাৎ করে পুলিশ সদস্যদের ব্যারাকের দোতলা থেকে লাফিয়ে পড়ে। এ সময় তার দুই পায়ের গোড়ালি পা থেকে আলাদা হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।


আরও পড়ুন: পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দিয়ে পালানো যুবকের মরদেহ উদ্ধার


এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘এক পুলিশ সদস্য ছাদ থেকে লাফিয়ে পড়েছে। তিনি আগে থেকেই অসুস্থ ছিল। লাইনের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তিনি মানসিকভাবেও অসুস্থ। গত মে মাসে তিনি বান্দরবান যান।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন