গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকার সিইও আতিফ ফাহাদ জানান, রংপুর রাইডার্সের বিপক্ষে এক ম্যাচ চলাকালে ব্যাটিংয়ে নামার আগে সাইফকে জিজ্ঞাসাবাদ করেছে আকু। এছাড়া অনুমতি ছাড়া দলটির বিদেশি ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজের হোটেল কক্ষে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট।
এবার এ বিষয়ে মন্তব্য করলেন আরেকটি ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার। হান্নানের মতে, আকুর তৎপরতা দেশের ক্রিকেটের জন্য ভালো দিক। তবে সবকিছু নিয়মনীতির মধ্যে থেকে করতে হবে। হান্নানের দলের ক্ষেত্রে কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে সেই সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ ইস্যু সমাধান করতে বিসিসিআই কর্তাদের সঙ্গে সাক্ষাতে বসছেন আইসিসি প্রধান
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে এবার অনেক কড়াকড়ি রয়েছে এটা সত্য। কারণ এর আগে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি, কোচ হিসেবে কাজ করেছি। যখন অ্যান্টি করাপশন ইস্যুটা এসেছে তখন দেখেছি যেভাবে সমালোচনা হতো, এবার তার চেয়ে একটু আলাদাভাবে করা হচ্ছে। কড়াকড়ি করার ব্যাপারে কিন্তু আমরা সবাই ইতিবাচক এবং আমার মনে হয় সেটা প্রশংসা করা উচিত। কিন্তু যেটাই ঘটবে, যেটাই ঘটানো হবে বা যেটাই দেখা হবে সেটা প্রক্রিয়ার মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে করা জরুরি।’
‘ঢাকার যে বিষয়টা কালকে দেখলাম সংবাদ সম্মেলন করেছেন উনারা। যে বিষয়গুলো শুনেছি বা দেখেছি এই বিষয়টা সম্পর্কে আমি খুব বিস্তারিত বলতে পারবো না। কিন্তু সেটা যদি আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের গাইডলাইন অনুযায়ী বা তাদের প্রসেসের মধ্যে থেকে হয় সেটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
ব্যাটিংয়ে নামার আগে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে হান্নান বলেন, ‘স্বাভাবিক প্রক্রিয়া যেটা সেটা যদি অনুসরণ করা হয় বা তাদেরকে যদি প্রসেসের মধ্যে থেকে সেভাবে দেখা হয়... এমনকি আমার দলের ক্ষেত্রেও যদি আসে সেটা আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তবে নিয়মের মধ্যে থেকে যেটা রয়েছে সেটা করলে আর কোনো দ্বিধা বা কোনো সংশয় আসে না।’
আরও পড়ুন: তাকে নিয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি—তামিম ইস্যুতে ইফতেখার মিঠু
‘নিশ্চিতভাবেই কারো রুমে সার্চ করা, কারো মোবাইল সার্চ করা, যে কোনোভাবে উনাদের (আকু) অধিকার রয়েছে। কিন্তু তারও একটা নিয়ম রয়েছে। আমি যতটুকু জানি যে ম্যানেজারকে জানিয়ে সেটা করতে হয়। যদি সেটা করে থাকে তাহলে সেটা নিয়ে আর সেকেন্ড কোনো প্রশ্ন আসা উচিত না।’
তবে ম্যাচ চলাকালীন হস্তক্ষেপ নিয়ে হান্নানের বক্তব্য, ‘খেলার মধ্যে যদি একাদশে আছে, ব্যাটিংয়ে নামবে এমন কাউকে কোনো প্রশ্ন করতে হলে অবশ্যই ম্যানেজারের মাধ্যমে আসতে হবে। আমার দলে (এই প্রক্রিয়া না মানা হলে) এই ধরনের পরিস্থিতি আসলে নিশ্চিতভাবেই আমি এটা মানব না।’
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·