ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রাম রয়েলসের কাছে হারল সিলেট টাইটান্স

১ সপ্তাহে আগে
বিপিএলে চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে ম্যাচে ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়েছে সিলেট টাইটান্স। শুরুতেই ধস নামা ইনিংসে শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি দলটি।

রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম রয়েলস টচে জিতে ব্যাট করতে পাটায় সিলেট টাইটান্সকে।ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে সিলেট টাইটান্স। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিরেন মাত্র ৫ রানে। দ্রুত সাজঘরে ফেরেন হজরতুল্লাহ জাজাই ও ইথান ব্রুকস। পাওয়ার প্লেতেই নড়বড়ে হয়ে যায় সিলেটের ব্যাটিং লাইনআপ।


মাঝের ওভারে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন জাকির হাসান ও পারভেজ হোসেন ইমন। জাকিরের ব্যাট থেকে আসে ১৫ রান, ইমন করেন ১৭। তবে বড় কোনো জুটি না হওয়ায় স্কোরবোর্ডে চাপ বাড়তে থাকে।


এদিকে ইনিংসের একমাত্র ভরসা ছিলেন আজমতুল্লাহ ওমরজাই। ৪১ বলে ৪৪ রানের দায়িত্বশীল দাপুটে ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন পাননি তিনি। শেষদিকে রাহাতুল ফেরদৌস ১৭ ও নাসুম আহমেদ ১৩ রানে অপরাজিত থাকলেও সিলেট টাইটান্সের সংগ্রহ বড় করতে পারেনি দলটি। অতিরিক্ত রান আসে ৭টি। চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে মাঝারি পুঁজিতেই থামে সিলেট টাইটান্স।


এই স্কোর তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল চট্টগ্রাম রয়েলস। ওপেনারদের দাপুটে ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। লক্ষ্য তাড়ায় মোহাম্মদ নাঈম ছিলেন আক্রমণাত্মক। ৩৭ বলে ৫২ রানের ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কায় ম্যাচ সহজ করে দেন তিনি।


আরও পড়ুন: টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা


অন্য প্রান্তে আরও দৃঢ় ছিলেন উইকেটকিপার ব্যাটার অ্যাডাম রসিংটন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৩ বলে ৭৩ রান করেন তিনি। আটটি চার ও দুটি ছক্কায় সিলেটের বোলারদের ওপর চাপ ধরে রাখেন রসিংটন। নাঈম আউট হলেও ম্যাচের মোড় ঘোরেনি। শাদমান ইসলাম সংক্ষিপ্ত সময় ব্যাট করে অপরাজিত থাকেন ৩ রানে।


শেষ পর্যন্ত ১৬ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে চট্টগ্রাম রয়েলস। এই জয়ে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করল দলটি। বিপরীতে ব্যাটিং ব্যর্থতায় আরেকটি ম্যাচ হারলো সিলেট টাইটান্স।

]]>
সম্পূর্ণ পড়ুন