লঙ্কা টি-টেন লিগে আজ কলম্বো জাগুয়ার্সকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবের গোল মারভেলস। বোলিংয়ে সুযোগ না পেলেও ব্যাট হাতে ৩ বলে ৬ রান করে অবদান রেখেছে সাকিব।
অবশ্য মূল কাজটা করে দিয়েছেন গলের বোলাররাই। টস জিতে বোলিংয়ে নেমে গলের সব বোলাররাই নিয়ন্ত্রিত বোলিং করেছেন। একমাত্র বিনুরা ফার্নান্দো কিছুটা খরুচে ছিলেন। ২ ওভারে ২৫ রান দিয়েছেন তিনি। এছাড়া সবাই-ই বেশ ভালো ইকোনমিতে বল করেছেন। দাঁড়াতেই দেননি প্রতিপক্ষের ব্যাটারদের।
প্রথম ওভারেই ২ উইকেট হারানোর পর নাজিবুল্লাহ জাদরান এবং ড্যান লরেন্সের ৪৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল কলম্বো। তবে ষষ্ঠ ওভারে নাজিবুল্লাহ বিদায় নিলে আর ম্যাচে ফিরতে পারেনি কলম্বো। আসিফ আলী, অ্যাঞ্জেলো ম্যাথুসরা ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। নাজিবুল্লাহর ২৬ এবং লরেন্সের ২২ রানের ইনিংসে ভর করে কেবল ৮২ রানের সংগ্রহ পায় ম্যাথুসের দল।
আরও পড়ুন: কপিল দেবকে ছাড়িয়ে শীর্ষে বুমরাহ
গলের অধিনায়ক মহেশ থিকশানা নিয়েছেন ২ উইকেট। ২ ওভারে ১৫ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জহুর খান। দুটি উইকেট নিয়েছেন জেফ্রে ভ্যান্ডার্সে।
জবাব দিতে নেমে অ্যালেক্স হেলস এবং নিরোশান ডিকাভেল্লার ৪৮ রানের জুটিতেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় গলের। ডিকাভেল্লা ২০ এবং হেলস ৩৮ রান করে ফিরলে শেষদিকে কিছুটা দায়িত্ব এসে পড়ে সাকিব-চামিন্দু বিক্রমাসিংহদের কাঁধেও। সেটা ভালোভাবেই পালন করেছেন তারা। ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় গল।
এই ম্যাচের আগেও শুধু ব্যাটার হিসেবে এক ম্যাচে খেলেছেন সাকিব। সেই ম্যাচে জাফনা টাইটান্সের বিপক্ষে ১৩ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেছেন টাইগার তারকা।
]]>